ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

খাঁচা ভেঙে পালাল নেকড়ের দল, অতঃপর...

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২১, ০৪:০৮
সংগৃহীত ছবি

চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে গিয়েছিল ৯টি নেকড়ে। খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে চিড়িয়াখানাটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। খবর এএফপি

গত সপ্তাহে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ভ্যালে ল্যাবসোনি শহরে অবস্থিত ট্রয়ে ভ্যালে চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তা ফ্যাবিয়েন শলেট জানান, ওই ঘটনায় কেউ আহত হয়নি। নেকড়েগুলোর আচরণ বিপদজনক হওয়ায় চারটিকে গুলি করে মেরে ফেলা হয়। বাকি পাঁচটি নেকড়েকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে ফের খাঁচায় ঢোকানো হয়।

তিনি আরো বলেন, ঘটনার সময় চিড়িয়াখানাটিতে বেশি লোক ছিলনা। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত চিড়িয়াখানাটি বন্ধ রাখা প্রয়োজন।

ট্রয়ে ভ্যালে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু কাজ বাকি থাকায় জানুয়ারির মধ্যভাগ পর্যন্ত চিড়িয়াখানাটি দর্শণার্থীদের জন্য বন্ধ থাকবে। ৬০ হেক্টরেরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানাটিতে সিংহ, বানরসহ ৬ শতাধিকের বেশি বন্যপ্রাণী রয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ