ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

রীতি ভেঙে বিয়ে!  

প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২১, ০৪:৩৭
সংগৃহীত ছবি

সাধারণত অগ্নিকে সাক্ষী রেখে বৈদিক মন্ত্রোচ্চারণ করেই বিয়ে করার রীতি চালু রয়েছে ভারতের হিন্দু সমাজে। তবে সেই চিরাচরিত রীতি থেকে সরে দাঁড়িয়ে নতুন নজির তৈরি করলেন ভারতের পূর্ব উপকূলীয় রাজ্য ওড়িশার ২৯ বছরের বিজয় কুমার, ২৭ এর শ্রুতি সাক্সেনার। বিজয় ওড়িষ্যার বেরহামপুরের বাসিন্দা, শ্রুতি উত্তরপ্রদেশের মেয়ে। দুজনে কাজ করেন চেন্নাইয়ের এক বেসরকারি সংস্থায়।

দেশের তিন ভিন্ন রাজ্যের মহাযোগ ঘটেছে বিয়েতে। পাত্র শুধু পাত্রীর গলায় মালা পরিয়ে দিলেন, তারপরই সংবিধান ছুঁয়ে নতুন জীবনের শপথ নিলেন তারা।

নবদম্পতি অতিথিদের আশীর্বাদ নিয়ে দামী উপহার সামগ্রীর বদলে রক্তদানের আবেদন করলেন। সেই আবেদন মেনে রিসিপশন স্থলের কাছেই বসল রক্তদান শিবির। মরণোত্তর দেহদানের শপথ নিতেও আবেদন করলেন আমন্ত্রিতদের।

বিজয়ের বাবা ড. মোহন রাও জানালেন, ২০১৯ সালে তার বড় ছেলেও পাত্রীপক্ষকে রাজি করিয়ে একই কায়দায় বিয়ে করেছিলেন। এবারও বিজয়ের পরিবার শ্রুতির অভিভাবকদের বুঝিয়ে সম্মতি নেয়। ঠিক হয়, প্রচলিত হিন্দু ধর্মীয় রীতিনীতির বদলে সংবিধানের নামে নবদম্পতি শপথ নেবে বিয়েতে। সূত্র: ভোয়া বাংলা

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ