ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

গরু আমাদের মা: মোদি

প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২১, ০১:৩৫

বিরোধীদের কটাক্ষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কিছু লোক গরু নিয়ে আইনবিরোধী কথা বলেছে, কিন্তু এটি আমাদের পূজনীয় মা।

বৃহস্পতিবার উত্তর প্রদেশের বারানসিতে দুই হাজার ৯৫ কোটি রুপির ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

বিরোধী দলগুলোকে ইঙ্গিত করে মোদি বলেন, যারা গরু-মহিষ নিয়ে রসিকতা করে তারা ভুলে যায় যে কোটি কোটি মানুষের জীবিকা নির্ভর করে এই গবাদি পশুর ওপর।

প্রধানমন্ত্রী আরও বলেন, ৬-৭ বছর আগের তুলনায় বর্তমানে দেশে দুধ উৎপাদন প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের উৎপাদিত দুধের প্রায় ২২ শতাংশই ভারতের বলেও জানান তিনি।

জানা গেছে, আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে সুবিধা পেতেই এমন মন্তব্য করেছেন তিনি। নরেন্দ্র মোদি বারাণসীতে গিয়ে কিছুদিন আগে গঙ্গাস্নান সেরেছেন, পূজা দিয়েছেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ