ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সীমান্তে তালেবানের বাধার মুখে পাক সেনাবাহিনী 

প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২১, ০১:৩৫
সংগৃহীত ছবি

সীমান্তে পাকিস্তানকে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দিয়েছে তালেবানরা। আন্তর্জাতিক গণমাধ্যমকে বুধবার আফগান কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কাবুলের বিরোধিতা সত্ত্বেও সীমান্তের দুই হাজার ৬০০ কিলোমিটারের বেশিরভাগ এলাকাতেই বেড়া দিয়েছে পাকিস্তান। ব্রিটিশ আমলে নির্ধারিত এই সীমানার কারণে দুই দেশের পরিবার ও উপজাগুলোকে বিচ্ছিন্ন হতে হয়েছে। আফগানিস্তান বরাবরই এই সীমানার বিরোধিতা করে এসেছে।

এ প্রসঙ্গে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারাজমি জানিয়েছেন, রোববার নানগরহার প্রদেশের পূর্বাঞ্চলে ‘অবৈধ’ সীমান্ত বেড়া নির্মাণে পাকিস্তানের সেনাবাহিনীকে বাধা দিয়েছে তালেবান বাহিনী। তবে এ ঘটনার পর সীমান্তের পরিস্থিতি শান্ত রয়েছে বলে দাবি এই মুখপাত্রের।

তবে এ নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর তাৎক্ষনিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তালেবান যোদ্ধারা কাঁটাতার জব্দ করেছে এবং সীমান্তে ফের কাঁটতারের বেড়া নির্মাণের চেষ্টা না করার জন্য এক জ্যেষ্ঠ পাকিস্তানি সেনাকে হুমকি দিচ্ছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ