ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬
কলকাতা পৌর ভোট

বিজেপির পতন, ফের চমক তৃণমূলের

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২১, ০২:১১
সংগৃহীত ছবি

কলকাতা পৌরসভার নির্বাচনে ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১৩৪টিই শাসক দল তৃণমূলের দখলে রয়েছে। ৭২ শতাংশ ভোট পেয়েছে দলটি। বাকি ১০ আসনের মধ্যে ৩টিতে বিজেপি, ২টিতে বামফ্রন্ট, ২টিতে কংগ্রেস এবং ৩টিতে জিতেছে অন্যান্য দলের প্রার্থীরা। এর আগে ২০১৫ সালের শেষ কলকাতা পৌর করপোরেশনের নির্বাচনে তৃণমূল পেয়েছিল ১১৪টি আসন।

তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

বিজেপি অবশ্য নির্বাচনে ভরাডুবির জন্য শাসক দল তৃণমূলের সন্ত্রাস আর জাল ভোটকে দায়ী করেছে। বিজেপির অভিযোগ, গণতন্ত্রকে হত্যা করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে তৃণমূল।

ভোট প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেছেন, ‘বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল। আর বিজেপি, সিপিএমের মাঝে স্যান্ডউইচ কংগ্রেস।’

মমতা ব্যানার্জি আরও বলেছেন, ‘গণ উৎসবে গণতন্ত্রের জয় হয়েছে। আগামী দিনেও কলকাতা সারা দেশকে পথ দেখাবে।’

কলকাতার সাবেক মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে উদ্দেশ্য করে বলেছেন, মাত্র ছয় মাস আগে বিধানসভা নির্বাচনেও কলকাতা ও তার আশপাশের একটি বিধানসভাতেও জিততে পারেনি বিজেপি। হার নিশ্চিত বুঝেই তারা কলকাতাবাসীর বদনাম করছে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার নতুন মেয়রের নাম ঘোষণা করা হবে। তবে তৃণমূল সূত্রের খবর, মেয়র পদের দৌড়ে ফিরহাদ হাকিমই এগিয়ে রয়েছেন।

উল্লেখ্য, গত রোববার (১৯ ডিসেম্বর) কলকাতা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোট গণনা ও ফলাফল ঘোষণার দিন ছিল মঙ্গলবার।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ