ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কেপটাউনে দাবানলে ধ্বংস ঐতিহাসিক ভবন

প্রকাশনার সময়: ১৯ এপ্রিল ২০২১, ১২:৪০
দাবানল নিয়ন্ত্রণে চারটি হেলিকপ্টারে করে পানি ঢালা হচ্ছে ছবি: রয়টার্স

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বিখ্যাত টেবল মাউন্টেন থেকে দাবানলের আগুন পার্শ্ববর্তী ইউনিভার্সিটি অব কেপটাউনে ছড়িয়ে পড়েছে। এতে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক একটি ভবন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শত শত শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার সকালে দাবানলটির উৎপত্তির অল্প সময়ের মধ্যে আগুনের শিখা চেচিল রোডসের স্মৃতিস্তম্ভের কাছে চলে আসে। রোডস ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত এক রাজনীতিবিদ ও খনি ব্যবসায়ী।

আগুনে একটি রেস্তোরাঁ ধ্বংস হয়ে গিয়েছে। ইউনিভার্সিটি অব কেপটাউনের ঐতিহাসিক গ্রন্থাকার ও অন্য আরও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে চারটি হেলিকপ্টারে করে পানি ঢালা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল পার্কস কর্তৃপক্ষ জানায়, গতকাল স্থানীয় সময় সকাল নয়টায় তারা সতর্কবার্তা পান। কম আর্দ্রতা ও শুকনো ঝোপঝাড়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, শুষ্ক বাতাস থেকে এ দাবানলের উৎপত্তি। অগ্নিনির্বাপককর্মীরা মনে করছেন, আগুন নিয়ন্ত্রণ করতে অন্তত তিন দিন সময় লাগতে পারে।

কেপটাউনে সমুদ্রতীরবর্তী টেবল মাউন্টেন হলো দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রসিদ্ধ স্থান। প্রতিবছর দেশি-বিদেশি অনেক পর্যটক এখানে ভিড় করে থাকেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ