মিয়ানমারে সংঘাতের শিকার হয়ে দেশে থেকে পালিয়ে আসা ছয় শতাধিক শরনার্থীকে দেশে ফেরত পাঠিয়েছে থাইল্যান্ড। দেশটির জ্যেষ্ঠ একজন কর্মকর্তা শরণার্থীদের ফেরত পাঠানোর তথ্য জানিয়েছেন।
স্থানীয় সময় রোববার সকালে দেখা গেছে, মিয়ানমার সীমান্তের কাছাকাছি থাইল্যান্ডের একটি স্কুল রোখা অর্ধ শতাধিক অভিবাসীকে তিনটি ট্রাকে ওঠানো হয়। অন্যদের সঙ্গে তাদেরকেও মিয়ানমারে ফেরত পাঠানো হবে।
থাইল্যান্ডের তাক প্রদেশের গভর্নর কিচারোয়েনরুংগ্রোজ জানিয়েছেন, ৬২৩ জন শরণার্থীকে ফেরত পাঠানো হয়েছে। থাই সীমান্তে এখনও দুই হাজার ৯৪ জন শরণার্থী রয়েছে।
এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন শরণার্থীদের মিয়ানমারে ফেরত না পাঠাতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, মিয়ানমারের সামরিক বাহিনী যখন মাঠে নামে, তখন তারা ইচ্ছাকৃতভাবে প্রাণবিনাশী বলপ্রয়োগ করে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। আর এটা সবাই জানেন। তাই এই শরণার্থীরা প্রকৃত অর্থেই তাদের জীবনের জন্য পালিয়ে বেড়াচ্ছেন বললে তা অতিরঞ্জিত হবে না।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে অং সান সু চি নেতৃত্বাধীন সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এরপর থেকে দেশটিতে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। দেশটিতে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত আছে। সীমান্তের দুর্গম কিছু জঙ্গলে জান্তাবিরোধী লড়াইয়ের জন্য সশস্ত্র প্রস্তুতি নিচ্ছেন দেশটির গণতন্ত্রকামী জনগণ ও কিছু বিদ্রোহীগোষ্ঠী।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ