ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বদলা নিতে ২৫০ খুন, ২ বানর আটক

প্রকাশনার সময়: ২০ ডিসেম্বর ২০২১, ০৪:০৪
সংগৃহীত ছবি

বানরছানা মেরে ফেলার বদলা নিতে ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামে হামলা করে ২৫০ কুকুরকে হত্যা করেছে বানরের দল। এই ঘটনায় দুই বানরকে আটক করা হয়েছে।

বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কুকুরের আক্রমণে বানরের এক বাচ্চা হত্যার শিকার হওয়ায় এমন ভয়াবহ হামলা চালাচ্ছে বানরের দল।

বন কর্মকর্তা শচীন কান্দ বার্তা সংস্থা এএনআইকে বলেন, অনেকগুলো কুকুরছানাকে হত্যার সঙ্গে আটক বানর দুটি জড়িত। নাগপুর বন বিভাগের একটি দল বানর দুটিকে আটক করে। বানর দুটিকে নাগপুরে স্থানান্তরিত করা হচ্ছে এবং কাছের একটি বনে ছেড়ে দেয়া হবে।

গ্রামবাসী জানান, মাসখানেক আগে একটি বানরের বাচ্চাকে মেরে ফেলেছিল একদল কুকুর। তারপর থেকেই প্রতিশোধ নেয়ার জন্য তাণ্ডব চালাচ্ছে বানরবাহিনী।

গ্রামবাসী আরও জানান, কুকুরছানা দেখলেই তুলে নিয়ে গিয়ে ভবনের ছাদ বা গাছের মগডালের মতো উঁচু জায়গা থেকে ছুড়ে ফেলে দিয়ে মেরে ফেলছে বানরের দল। তাদের অভিযোগ, কুকুরছানা মেরেও ক্ষান্ত হয়নি বানরের দল। সুযোগ পেলে গ্রামের শিশুদের ওপর হামলা চালাচ্ছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ