ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কাশ্মিরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, সেনা সহায়তা চাইল ভারত

প্রকাশনার সময়: ২০ ডিসেম্বর ২০২১, ০৩:০৩

চরম শৈত্যপ্রবাহের মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বড় অংশ জুড়ে চলছে তীব্র বিদ্যুৎ সংকট। বিদ্যুৎ উন্নয়ন বিভাগের হাজার হাজার কর্মী অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রীয় মালিকানাধীন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে সহায়তা দিতে সেনাবাহিনীর সহায়তা চেয়ে তাদের ডেকে পাঠিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জম্মু ও কাশ্মির পাওয়ার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে ভারত সরকার পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়ার সঙ্গে একীভূত করতে চাইছে আর এর সম্পদ বেসরকারি কোম্পানির হাতে হস্তান্তর করতে চাইছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটে রয়েছে জম্মু ও কাশ্মির পাওয়ার ডেলেলপমেন্ট ডিপার্টমেন্ট এর ২০ হাজার কর্মী।

ধর্মঘটের বিষয়টি জম্মু ও কাশ্মির প্রশাসন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানোর পর সেখানকার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ফের শুরু হয়েছে।

গত শুক্রবার মধ্যরাত থেকে ধর্মঘটে রয়েছে কর্মীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কোনও ধরণের মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করবেন না। কর্মীদের দাবির মধ্যে রয়েছে, সম্পদের বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার, বিদ্যুৎ কর্মীদের নিয়মিত মজুরি এবং বকেয়া বেতন পরিশোধ।

ধর্মঘটের কারণে কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শনিবার থেকে জম্মু ও কাশ্মিরের সব অংশের কর্মীরা বিক্ষোভ করেছে। পাওয়ার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর লাইনম্যান থেকে শুরু করে ঊর্ধ্বতন প্রকৌশলী, সব কর্মীরাই ধর্মঘটে অংশ নিয়েছেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ