ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রিটেনে ওমিক্রনে আক্রান্ত ৩৭ হাজার মানুষ

প্রকাশনার সময়: ২০ ডিসেম্বর ২০২১, ০২:১৭

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে আরও ১২ হাজার ১৩৩ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশটিতে করোনার নতুন ভ্যারিয়েন্টে সংক্রমিত হওয়া মানুষের সংখ্যা ৩৭ হাজার ১০১ এ পৌঁছলো।

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের সরবরাহ করা দৈনিক করোনাবিষয়ক হালনাগাদ তথ্যে সংক্রমণের এই চিত্র পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা বলেছে, দেশে গত ২৪ ঘণ্টায় ওমিক্রনের অতিরিক্ত ১২ হাজার ১৩৩ জনের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। এর ফলে ব্রিটেনে এই ভ্যারিয়েন্টে মোট আক্রান্ত রোগীর সংখ্যার ৩৭ হাজার ১০১ জনে পৌঁছেছে।

আগামী বড়দিনের আগে নতুন করে করোনা বিধি-নিষেধ আরোপ করা হবে কি-না প্রশ্নের জবাবে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, মহামারিতে বিধি-নিষেধ আরোপ করা হবে না, এমন কোনো নিশ্চয়তা নেই। মন্ত্রীরা বৈজ্ঞানিক তথ্য যাচাই-বাছাই এবং নতুন করে বিধি-নিষেধ ফেরানোর আগে সম্ভাব্য কারণ বিবেচনা করছেন।

এদিকে, ব্রিটেনে ওমিক্রনের উল্লম্ফনের কারণে রোববার রাত থেকে ব্রিটিশ পর্যটকদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে জার্মানি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ