ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বিশ্বের সবচেয়ে বড় নীলকান্তমণি!

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২১, ২২:২২

শ্রীলঙ্কার রত্নপুরা খনিতে পাওয়া যায় বিশালাকৃতির একটি নীলকান্তমণি। যার ওজন ৩১০ কেজি। সম্প্রতি মূল্যবান সেই রত্নের মণি প্রদর্শনী হয়েছে দেশটিতে।

শ্রীলঙ্কার ন্যাশনাল জেম ও জুয়েলারি অথরিটি জানিয়েছে, এটিই বিশ্বের সবচেয়ে বড় নীলকান্তমণি। রত্নপুরা খনিতে এটি পাওয়া যায়। ইতোমধ্যে এর নাম দেওয়া হয়েছে ‘কুইন অব এশিয়া’। মূল্যবান এই রত্নের দাম হতে পারে ১০ কোটি ডলার। বিশেষজ্ঞ চামিলা সুরাঙ্গা জানিয়েছেন, অ্যালুমিনিয়াম অক্সাইড, টাইটানিয়াম, লৌহ এব‌ং নিকেল রয়েছে এই মণিতে। রত্নটি আন্তর্জাতিক বাজারে বিক্রির জন্য আলোচনা চলছে। আন্তর্জাতিক রত্ন সংগঠন পরীক্ষার পর অনুমতি দিলেই তা বিক্রি করতে পারবে শ্রীলঙ্কা।

গত জুলাই মাসে ৫১০ কেজি ওজনের নীলকান্তমণি পাওয়া যায়। কিন্তু তা অখণ্ড ছিল না। ছোট ছোট নীলার ক্লাস্টার ছিল। এবার বিশাল আকৃতির এই মণি পেল শ্রীলঙ্কা।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ