বানরছানা মেরে ফেলার প্রতিশোধ কতটা ভয়াবহ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারতের মহারাষ্ট্রের বীড় জেলার মজলগাঁও এলাকার বাসিন্দারা।
সন্তান হত্যার প্রতিশোধ নিতে মজলগাঁওয়ের লাভুল গ্রামে কুকুরদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে বানরবাহিনী। প্রতিশোধ নিতে এখন পর্যন্ত বানরবাহিনী হত্যা করেছে ২৫০ কুকুরছানাকে। যার ফলে বানরের দলের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীও।
মজলগাঁও থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের লাভুল গ্রামে পাঁচ হাজার মানুষের বসবাস। গ্রামবাসীদের দাবি, বর্তমানে ওই গ্রামে আর কোনও কুকুরছানাই বেঁচে নেই। তাদের অভিযোগ, গত মাসে অন্তত ২৫০ কুকুকছানাকে মেরে ফেলেছে ক্ষিপ্ত বানরের দল।
গ্রামবাসী জানান, মাসখানেক আগে একটি বানরের বাচ্চাকে মেরে ফেলেছিল একদল কুকুর। তারপর থেকেই প্রতিশোধ নেয়ার জন্য তাণ্ডব চালাচ্ছে বানরবাহিনী।
গ্রামবাসী আরও জানান, কুকুরছানা দেখলেই তুলে নিয়ে গিয়ে ভবনের ছাদ বা গাছের মগডালের মতো উঁচু জায়গা থেকে ছুড়ে ফেলে দিয়ে মেরে ফেলছে বানরের দল।
তাদের অভিযোগ, কুকুরছানা মেরেও ক্ষান্ত হয়নি বানরের দল। সুযোগ পেলে গ্রামের শিশুদের ওপর হামলা চালাচ্ছে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ