ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত

মালয়েশিয়ায় আকস্মিক বন্যা

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২১, ০৩:৪১

মালয়েশিয়ায় টানা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় বাস্তুচ্যুত হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বন্যার ফলে দেশটির ১৬টি রাজ্যের মধ্যে আটটিতে এবং কেন্দ্রীয় অঞ্চলে পানির বিপজ্জনক সীমা অতিক্রম করেছে।

রাজধানী কুয়ালালামপুর ঘিরে রাখা সেলাঙ্গর রাজ্যে তিন হাজার মানুষকে সরিয়ে সাময়িক আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বিগত সময়ে বৃষ্টিপাতের যে সর্বোচ্চ রেকর্ড ছিল এক দিনে তার দ্বিগুণেরও বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোতে পানি ৪ দশমিক ৫ মিটার উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি।

এছাড়াও দেশটির বিভিন্ন জায়গায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় অচল হয়ে পড়েছে জনজীবন। কিছু কিছু জায়গায় সড়ক পানিতে তলিয়ে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে সড়কে থাকা কিছু গাড়ি।

ইতিমধ্যে ক্লাং, কোয়ালা লাঙ্গাত ও সেপাং জেলায় তিন হাজার ৭৮৬ জনকে উদ্ধার করা হয়েছে। রোববার পর্যন্ত সেলাঙ্গর ও কয়েকটি রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

এদিকে ক্ষতিগ্রস্তদের খাদ্য এবং অন্যান্য প্রয়েজনীয় জিনিসের সাহায্য করতে জরুরি ভিওিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ক্লাং এমপি চার্লস সান্তিয়াগো।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ