ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আবারও ইন্দোনেশিয়ার মাউন্ট সিমিরুতে অগ্নুৎপাত

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২১, ১০:০৩ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১, ১০:০৬

ইন্দোনেশিয়ার মাউন্ট সিমিরু আগ্নেয়গিরিতে আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে। উৎক্ষিপ্ত বিপুল পরিমাণ ছাই ও লাভার ঢলের কারণে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার উদ্ধারকারীরা আগ্নেয়গিরির আশেপাশের এলাকায় কাদা ও বর্জ্য অপসারণের কাজ করছিলেন। দ্বিতীয়বারের মতো লাভা বের হতে শুরু হলে তারা অপসারণের কাজ বন্ধ করে দেন।

উদ্ধারকারী দলের সদস্য সাইফুল হাসান বলেন, ‘উদ্ধারকারীদের কাজ অব্যাহত রাখা খুবই বিপজ্জনক।’ উৎক্ষিপ্ত লাভা বৃষ্টির ফোটার মতো গ্রামবাসীদের ওপর পড়ছিল বলে জানান তিনি। তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে জাভা দ্বীপের সর্বোচ্চ এই পর্বতটিতে অগ্নুৎপাত হয়েছিল। এতে অন্তত ৪৮ জনের মৃত্যু হয় এবং নিখোঁজ রয়েছে ১২ জন। আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত লাভা ও অন্যান্য বর্জ্য প্রায় ৪ দশমিক ৫ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ