ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অনুদান পেতে আপন বোনকে বিয়ে

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২১, ০৩:৩২
প্রতীকী ছবি

রাষ্ট্রীয় অনুদান পেতে আপন বোনকে বিয়ে করলেন এক যুবক। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের ফিরোজাবাদের।

জানা গেছে, ভারতের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি রাজ্যে বিয়ের জন্য তরুণ-তরুণীদের সহায়তা দেয়া হয়। সেই সহায়তায় প্রত্যেক দম্পতিকে ৩৫ হাজার রুপি করে দেয়া হয়। এর মধ্যে ২০ হাজার রুপি কনের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হয়। আর বাকি টাকা উপহার হিসেবে দেয়া হয়ে থাকে। স্থানীয়রা জানান, ১১ ডিসেম্বর এই অনুদান পেতে নিজ বোনকে বিয়ে করে ওই যুবক। ফিরোজাবাদের তুন্দলা এলাকায় ওই দিন সব মিলিয়ে ৫১ দম্পতির বিয়ে হয়। পরে স্থানীয়রা ওই ভাই-বোনকে চিনতে পারলে তাদের বিয়ের খবর জানাজানি হয়।

তুন্দলা ব্লক ডেভেলপমেন্ট অফিসার নরেশ কুমার বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। সূত্র: গালফ নিউজ

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ