ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
মার্কিন নতুন প্রতিবেদন

বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতা কমেছে

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২১, ০২:৫৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১, ০২:৫৯

২০২০ সালে সারা বিশ্বে সন্ত্রাসী তৎপরতা ১৫ শতাংশ বৃদ্ধি পেলেও বাংলাদেশে কম ছিল। সেই সাথে বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতা কমার পাশাপাশি এ সংক্রান্ত তদন্ত ও গ্রেফতার বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ব্যুরো অব কাউন্টারটেরোরিজমের নতুন এক প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে।

এই প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে বাংলাদেশে তিনটি সন্ত্রাসী হামলা হয়। তবে এসব হামলায় কারও মৃত্যু হয়নি। এর আগের বছরগুলোতে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে আইএস বা একিউআইএসের মতো আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের তাৎপর্যপূর্ণ যোগাযোগ থাকার কথা অস্বীকার করেছে দেশটির সরকার।

সন্ত্রাসবাদ সম্পর্কিত মামলা নিষ্পত্তির ক্ষেত্রে বাংলাদেশের বিচার ব্যবস্থার দুর্বলতার একটি চিত্রও যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, মাত্র ১৫ ভাগ এ সম্পর্কিত মামলাগুলোতে আসামিরা দোষী সাব্যস্ত হয়েছে। সক্ষমতার ঘাটতিতে থাকা বাংলাদেশের বিচার বিভাগে সন্ত্রাসবাদ সম্পর্কিত অনেক মামলা এক দশকের বেশি সময় ধরে ঝুলে আছে যা বৈশ্বিক মহামারিতে আরও দীর্ঘায়িত হয়েছে।

সন্ত্রাসবাদ সম্পর্কে বাংলাদেশ তার শূন্য সহনশীলতা এবং দেশের ভূখণ্ডকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার হতে না দেওয়ার নীতি পুনর্ব্যক্ত করে চলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ