ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফের চোখ রাঙাচ্ছে করোনা, যুক্তরাজ্যে নতুন আক্রান্ত ৭৮,৬১০

প্রকাশনার সময়: ১৬ ডিসেম্বর ২০২১, ০৩:২২
সংগৃহীত ছবি

যুক্তরাজ্যে এক দিনে করোনায় সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। বুধবার দেশটির জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে ৭৮ হাজার ৬১০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা মহামারি শুরুর পর দেশটিতে এক দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড এটি। এর আগে গত জানুয়ারিতে এক দিনে প্রায় ৬৮ হাজারের করোনা শনাক্ত হয়েছিল।

যুক্তরাজ্যে এখন করোনা শনাক্ত হয়েছে এমন মানুষের সংখ্যা এক কোটি ১০ লাখ ছাড়ালো।

সম্প্রতি ব্রিটেনজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনার উচ্চ সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার প্রধান নির্বাহী জেনি হ্যারিস ওমিক্রনকে ‘সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্য হুমকি বলে অভিহিত করেছিলেন।

এর আগে ২৭ নভেম্বর যুক্তরাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপরই প্রধানমন্ত্রী বরিস জনসন কঠোর বিধিনিষেধ আরোপ করেন। রোববার তিনি স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ বাড়া ঠেকাতে সবার বুস্টার ডোজ গ্রহণের তাগিদ দেন। এছাড়াও সোমবার দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যুর ঘোষণা দেয়া হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ