ভারতে এবার গরু জবাই রুখতে তলোয়ার কেনার পরামর্শ দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেত্রী সাধ্বি সরস্বতী। গতকাল মঙ্গলবার ভিএইচপি আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, স্মার্টফোন ইত্যাদির পেছনে গাদাগাদা টাকা খরচ না করে সকলে একটি করে তলোয়ার কিনুন। তাতে গরুর বংশ রক্ষা হবে।
গরু রক্ষা নিয়ে বিজেপি এবং হিন্দুত্ববাদী দলগুলোর অতিরিক্ত মাথাব্যথা নতুন নয়। এর আগে বিজেপির অনেক নেতার মুখেই গরু নিয়ে বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য শোনা গেছে। মঙ্গলবার সেই সুরেই তাল দিয়ে হিন্দুত্ববাদী নেত্রী সাধ্বী সরস্বতীর দাবি, তার জন্ম হয়েছে গরুর গোয়ালে। তিনি বলেন, যে দিন আমার জন্ম হয়, সে দিন থেকেই আমার জীবনে দু’টি উদ্দেশ্য। প্রথমত, ভগবান রামের মন্দির নির্মাণ এবং ভারতে গরু জবাই বন্ধ করা।
তাই গরুকে কসাইখানায় যাওয়া থেকে রক্ষা করতে প্রত্যেকের হাতে তলোয়ার তুলে নেয়ার পরামর্শ দেন তিনি।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ