ক্যারিবীয় দেশ হাইতিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ হয়ে অন্তত ৬০ মানুষের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালের দিকে দেশটির ক্যাপ-হাইতিয়ান শহরে এই বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয় চিকিৎসকেরা।
কেপ-হাইতিয়েনের ডেপুটি মেয়র প্যাট্রিক আলমনর জানান, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬০। পুরো পরিস্থিতিকে গুরুতর উল্লেখ করে তিনি রক্তদানের জন্য মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি জানান, শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে রয়েছেন আরও অনেকে। বিস্ফোরণের আগুনে প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ বাড়ি যতদ্রুত সম্ভব ভেঙে ফেলতে হবে। স্থানীয় কর্মকতারা জানান, উদ্ধার অভিযান চলছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে।
এই ঘটনায় তিনদিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ