ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

জানাজায় গুলি, ৩ ফিলিস্তিনি নিহত 

প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২১, ০৬:২৪
ছবি : রয়টার্স

লেবাননে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরে এক জানাজার নামাজের সময়ে গোলাগুলির ঘটনায় তিন জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় রোববার এই ঘটনা ঘটে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, নিহতরা তাদের সদস্য। দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত এক হামাস সদস্যের জানাজায় অংশ নিচ্ছিলেন তারা। খবর_আল জাজিরার

হামাস কর্মকর্তা রাফাত আল মুররা জানিয়েছেন, গত শুক্রবার লেবাননের বন্দরনগরী টাইরের বাইরে বুর্জ আল-শেমালি শিবিরে এক বিস্ফোরণে নিহত এক ফিলিস্তিনির জানাজায় গুলি চালিয়েছে প্রতিদ্বন্দ্বি গ্রুপ ফাতাহ সদস্যরা। তিনি জানান, এই গুলিতে আরও ছয় জন আহত হয়েছে।

২০০৭ সালে জাতিসংঘের অধীনে অনুষ্ঠিত এক নির্বাচনে গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ মুভমেন্ট হামাসের কাছে পরাজিত হয়। এরপরই হামাস ও ফাতাহ পরস্পরের প্রতিদ্বন্দ্বি হয়ে ওঠে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ