ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বিমান চুরির চেষ্টা, অতঃপর...

প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২১, ০৫:৩৭
সংগৃহীত ছবি

বিমান চুরি করতে আইনশৃঙ্খলা বাহিনীকে বোমার ভয় দেখিয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন এক ব্যক্তি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য ওই ব্যক্তি চিৎকার করতে থাকেন যে তার শরীরে বোমা রয়েছে। তবে বেশকিছু কৌশলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বিমানবন্দরের নিরাপত্তারক্ষীর।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ম্যাককারান আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যাথিউ হ্যানকক (৩৬) নামে ওই ব্যক্তি একটি লিমুজিন চালিয়ে বিমানবন্দরে ঢুকে পড়েন। তিনি বিমানবন্দরের ভেতর ও বাইরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলেন।

এবং ব্যক্তি গাড়ি চালিয়ে কয়েকটি বিমানের একদম কাছে চলে যায়। এ সময় বিমানবন্দরে বিমান চলাচল বিঘ্ণ ঘটে। ধরা পড়ার পর পুলিশের কাছে তিনি জানান, তার বিমান চুরি করার পরিকল্পনা ছিল। পুলিশ তার গাড়িতে তল্লাশি চালিয়ে তার দিয়ে পেঁচানো একটি অগ্নি নির্বপাক যন্ত্র উদ্ধার করে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ