ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাসে ৩২ হাজার কিশোরী অন্তঃসত্ত্বা, দুশ্চিন্তায় উগান্ডা সরকার 

প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২১, ০৩:৪৯ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১, ১০:০৩
প্রতীকী ছবি

আফ্রিকার দেশ উগান্ডায় মাসে অন্তত ৩২ হাজার কিশোরী অন্তঃসত্ত্বা হচ্ছে। এমন জটিল পরিস্থিতি ভীষণভাবে ভাবিয়ে তুলেছে দেশেটির কর্তৃপক্ষ ও অভিভাবকদের। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক রিপোর্টে ভয়াবহ এ তথ্য উঠে এসেছে।

অন্তঃসত্ত্বা কিশোরীদের একজন ন্যান্সি নামুলিন্ডওয়ার। ১৫ বছরের ন্যান্সির পিঠে বাঁধা পাঁচ মাসের শিশু। দেশটির রাজধানী কাম্পালার এক শহরতলীতে তাকে খেলাধুলা করতে দেখা যায়।

ন্যান্সির জানায়, শিশুটি আমার ছেলে। ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হই। এরপর জন্ম নেয় সে। বাড়ি থেকে একটু দূরের কূপে পানি আনতে গিয়ে এ ঘটনা ঘটে। ধর্ষণের পর লোকটি পালিয়ে যায়। পরে তাকে আর আমাদের গ্রামে দেখা যায়নি।

ন্যান্সি একা নয়, এমন হাজারো কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে সন্তান জন্ম দিচ্ছে। দেশটির সরকারের দেয়া তথ্যমতে, ২০২০ থেকে ২০২১ সালে এক বছরের মধ্যে অন্তত ৬ লাখ ৫০ হাজার কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছে।

কাম্পালার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক রজার্স কাউলু বলেন, করোনার সময় স্কুল বন্ধ থাকার কারণে কিশোরীদের এই সমস্যায় বেশি পড়তে হয়েছে। তবে এখন তা কমে এসেছে, কেননা এখন তারা স্কুলে যাতায়াত করছে। তারা কর্মহীন ছিল বিধায় সহজেই যৌন কার্যকলাপে প্রলুব্ধ বা লিপ্ত হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ