ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

রাওয়াতের শেষকৃত্য আজ, কে হচ্ছেন উত্তরসূরী?

প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২১, ০৬:৩২

হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষা প্রধান (চিফ অফ ডিফেন্স স্টাফ) জেনারেল বিপিন রাওয়াত নিহতের পর থেকেই প্রশ্ন উঠছে কে হচ্ছেন দেশটির পরবর্তী প্রতিরক্ষা প্রধান! জেনারেল রাওয়াত ২০২০ সালের পয়লা জানুয়ারি দেশটির প্রতিরক্ষা প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

উচ্চ পর্যায়ের সরকারি সূত্র বলছে, আগামী ৭/১০ দিনের মধ্যে এই শূন্যপদ পূরণ করতে হবে। জেনারেল রাওয়াতের মৃত্যুর পর বুধবার সন্ধ্যায় নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রীপরিষদের বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে।

যত দ্রুত সম্ভব পরবর্তী প্রতিরক্ষা প্রধান নিয়োগের সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার। কেননা, এই পদ সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করছেন, সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানেকেই পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) ঘোষণা করা হতে পারে। তবে তাকে এই পদে বসানো হলে সেনাপ্রধানের পদটি ফাঁকা হয়ে যাবে। তাই সেই পদ পূরণেরও আলাদা ভাবনা থাকতে পারে সরকারের।

সেনাবাহিনীর ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল সিপি মোহান্তি এবং নর্দান আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে যোশীর নামও উঠে আসছে বিপিন রাওয়াতের উত্তরসূরীর তালিকায়।

এদিকে, দিল্লির সেনানিবাসে আজ বিকালে জেনারেল বিপিন রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকার শেষকৃত্য হবে। বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটি থেকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে জেনারেল রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকাসহ দুর্ঘটনায় নিহতদের মরদেহ দিল্লিতে আনা হয়। রাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ