ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ধূমপানমুক্ত প্রজন্ম গড়তে নিউজিল্যান্ডের পরিকল্পনা 

প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২১, ০৩:৪০
সংগৃহীত ছবি

সিগারেট বিক্রি নিষিদ্ধ করতে নতুন আইন প্রণয়নের কথা ভাবছে নিউজিল্যান্ড সরকার। মূলত ভবিষ্যৎ প্রজন্মকে ধূমপান থেকে দূরে রাখতেই এ পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. আয়েশা ভেরাল বলেন, আমরা নিশ্চিত করতে চাই ভবিষ্যৎ প্রজন্ম কখনোই ধূমপান শুরু করবে না। আইনটি পাস হলে এবং আগামী বছর থেকে কার্যকর হলে দেশটিতে ১৪ বছর বয়সী কিংবা ২০০৮ সালের পর জন্মগ্রহণকারী কারও কাছে সিগারেট ও তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ হবে।

বিশ্বের নেতৃস্থানীয় এই সংস্কারকে স্বাগত জানিয়ে চিকিৎসক এবং অন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে তামাক পাওয়া কমবে এবং সিগারেট থেকে নিকোটিন সরিয়ে ফেলবে।

উল্লেখ্য, নিউজিল্যান্ডে বর্তমানে প্রাপ্তবয়স্ক নাগরিকদের ১৩ শতাংশ ধূমপায়ী। আদিবাসী মাউরি জনগোষ্ঠীর মধ্যে এই হার আরও বেশি প্রায় ৩৩ শতাংশ। এমন পরিস্থিতিতে দেশটির সরকার ২০২৫ সালের মধ্যে দেশে ধূমপায়ীর সংখ্যা ৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে। তাদের চূড়ান্ত লক্ষ্য, ধূমপায়ীর সংখ্যা শূন্যে নামিয়ে আনা।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ