ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওমিক্রন নিয়ে নতুন তথ্য দিল দক্ষিণ আফ্রিকা 

প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২১, ০০:২২

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সম্পর্কে দক্ষিণ আফ্রিকার জাতীয় সংক্রমিত রোগ ইনস্টিটিউট (এনআইসিডি) জানিয়েছে, দেশটিতে ওমিক্রনে সংক্রমণ বাড়লেও রোগের তীব্রতা কম। খবর রয়টার্স

স্থানীয় সময় বৃহস্পতিবার এনআইসিডি প্রকাশিত তথ্য-উপাত্তে দেখা গেছে, দক্ষিণ আফ্রিকার শহর প্রিটোরিয়াতে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছিল। এই শহরটিসহ অন্যান্য মহানগরগুলোতে ১৪ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত এক হাজার ৬৩৩ জন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের ৩১ শতাংশের মধ্যে উপসর্গের তীব্রতা ছিল অনেক বেশি। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় এই হার ছিল ৬৬ শতাংশ। আর প্রথম ঢেউয়ের সময় এই হার ছিল ৬৭ শতাংশ।

গত সাত দিনে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনে সংক্রমণের হার ২৫৫ শতাংশ বেড়েছে। বুধবার দেশটিতে ২০ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ওমিক্রনের মিউটেশনের ব্যাপারে অবশ্য বিশদ তথ্য এখনও বিজ্ঞানীদের হাতে আসেনি। সেই হিসেবে দক্ষিণ আফ্রিকার গবেষকরা জানিয়েছেন, ওমিক্রনে আক্রান্ত হওয়ার পর উপসর্গের তীব্রতার হার বেশি না হওয়ার যে তথ্য এখন দেয়া হচ্ছে তা কেবলই প্রাথমিক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সংখ্যা জানতে আরও কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ