ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

হত্যার শিকার ২৪ সাংবাদিক, এখনো কারাবন্দি ২৯৩

প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২১, ২২:৪৩

বছরজুড়ে বিশ্বে ২৪ জন সাংবাদিক খুন হয়েছে। তাছাড়া কারাবন্দি সাংবাদিকদের সংখ্যা বাড়ছেই। গতবছরের ১লা ডিসেম্বর এর সংখ্যা ছিলো ২৭৪। এবার একই সময়ে সংখ্যাটি ২৯৩।

সাংবাদিকদের সুরক্ষা কমিটি (সিপিজে) তাদের সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের ওপর হামলা বিষয়ক বার্ষিক জরিপে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এমনটাই বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিভিন্ন দেশের সাংবাদিকদের কারাগারে যাওয়ার পেছনে ভিন্ন ভিন্ন কারণ থাকলেও রেকর্ড সংখ্যক সাংবাদিকের বন্দি থাকা মূলত বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও স্বাধীন সাংবাদিকতা নিয়ে অসহিষ্ণুতা বাড়ার প্রতিফলন, বলছে যুক্তরাষ্ট্রভিত্তিক এ অলাভজনক সংগঠন।

সিপিজের প্রধান নির্বাহী জোয়েল সিমন বলেন, টানা ষষ্ঠ বছর বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক সাংবাদিকের কারাবন্দি থাকার তথ্য রেকর্ড করল সিপিজে।

১৯৯২ সাল থেকে সিপিজে বিশ্বজুড়ে কারাবন্দি সাংবাদিকদের সংখ্যা নিয়ে কাজ করছে; তখন থেকে এ পর্যন্ত কখনোই একসঙ্গে ২৯৩ সাংবাদিক বিশ্বের বিভিন্ন দেশে কারাবন্দি ছিলো না।

তাদের হিসাব অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ১০৮ সাংবাদিককে জেলে যেতে হয়েছে।

সিপিজের হিসাব অনুযায়ী, চীন সবচেয়ে বেশি ৫০ সাংবাদিককে বন্দি করে রেখেছে, বিশ্বের দেশগুলোর মধ্যে এটাই সর্বোচ্চ। মিয়ানমারে বন্দি ২৬ সাংবাদিক, ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে চলা দমনপীড়নের অংশ হিসেবেই তাদেরকে আটকে রাখা হয়েছে। ২৫ সাংবাদিক বন্দি মিশরে, ভিয়েতনামে ২৩, বেলারুশে ১৯।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ