সাংবাদিক জামাল খাশোগি হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ফ্রান্সের প্যারিসে সৌদি আরবের এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার চার্লস-ডি-গল বিমানবন্দরে সন্দেহভাজন খালেদ আদেহ আল-ওতাইবিকে গ্রেফতার করা হয় বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
সাংবাদিক খাশোগি হত্যায় জড়িতে যে ২৬ জনকে পুলিশ খুঁজছে, খালেদ আয়েদ তাদের মধ্যে অন্যতম। ৩৩ বছর বয়সী এই ব্যক্তি এক সময় সৌদির রাজ পরিবারের রক্ষী হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তাকে বিচার বিভাগে হেফাজতে নেয়া হয়েছে। তাকে তুরস্কে প্রত্যর্পন করা হতে পারে।
২০১৮ সালের অক্টোবরে সৌদি সরকারের এই কট্টর সমালোচক তুরস্কের ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। তখন মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন জানায়, সাংবাদিক খাশোগিকে বেপোরোয়াভাবে হত্যা করা হয়। অন্যদিকে তুরস্ক অভিযোগ করে, সৌদি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশেই ভাড়াটে খুনিদের দ্বারা নিহত হন তিনি।
আলোচিত এই হত্যাকাণ্ডে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে হয়েছে বলে অভিযোগ ওঠে। এখনও জামাল খাশোগির মরদেহ পাওয়া যায়নি।
এ ঘটনায় সৌদি আরবের আদালত ২০১৯ সালে আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে। এদের মধ্যে পাঁচজনকে হত্যায় সরাসরি জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং মৃত্যুদণ্ড দেয়া হয়। পরে তাদের মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে ২০ বছরের কারাদণ্ডে রূপান্তরিত করা হয়। অন্য তিন আসামীকে এই অপরাধ গোপন করার দায়ে সাত থেকে দশ বছর পর্যন্ত কারাদণ্ডে প্রদান করা হয়।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ