ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬
আফগানিস্তান ইস্যু

পাকিস্তানের আহ্বানে বৈঠকে বসছে ওআইসি

প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২১, ০৬:১৭
সংগৃহীত ছবি

আফগানিস্তানে চরম অর্থনৈতিক সংকট নিয়ে পাকিস্তানের ডাকে জরুরি বৈঠকে বসবেন ইসলামিক জোট ওআইসির নেতারা। আগামী ১৯ ডিসেম্বর ( রোববার) ইসলামাবাদে অনুষ্ঠিত হবে এ বৈঠক।

শনিবার এ বৈঠকের ঘোষণা দেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

ওআইসির এ আলোচনায় সংগঠনটির সদস্য দেশগুলোর পাশাপাশি অংশ নেবেন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে আফগানিস্তান চরম মানবিক সংকটে আছে। খাদ্য, মেডিসিন ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের অভাবে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে আগাচ্ছে নারী ও শিশুসহ লক্ষ লক্ষ আফগান নাগরিক। তাই জোটের সদস্য হিসাবে আমাদের কিছু একটা করা দরকার। এছাড়াও বৈঠকে আফগানিস্তানে চলমান অস্থিতিশীলতা এবং মানবিক সংকট নিরসনে আলোচনা হবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ