ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

উত্তেজনার মধ্যেই বৈঠক বসছেন পুতিন-বাইডেন 

প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২১, ০৪:০৩
সংগৃহীত ছবি

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনার অভিযোগ নিয়ে কূটনৈতিক উত্তাপের মধ্যেই বৈঠকে বসছেন বিশ্বের শীর্ষ পরাশক্তির দুই দেশের প্রেসিডেন্ট।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন ভিডিও কনফারেন্সে মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

মূলত ইউক্রেন ইস্যুতে কথা বলবেন এ দুই নেতা। ইউক্রেন সীমান্তে রুশ সেনা নিয়ে মার্কিন শঙ্কা এবং দেশটির সার্বভৌমত্বের প্রতি সহায়তার কথা জানাবেন বাইডেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি। এ ছাড়াও দুই দেশের মধ্যকার কৌশলগত স্থিতিশীলতা, সাইবার এবং আঞ্চলিক সমস্যা নিয়েও আলোচনা হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, রাশিয়ার সময় সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইউক্রেন সীমান্তে ৯৪ হাজারের বেশি রুশ সেনা মোতায়েন করা হয়েছে বলে সম্প্রতি জানিয়েছে ওয়াশিংটন। তা বাড়িয়ে দেড় লাখের বেশি করা হতে পারে। যেকোনো সময় আক্রমণের শঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ