ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনায় প্রাণহানি, হাসপাতাল পরিচালকের কারাদণ্ড

প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২১, ০৩:২০
প্রতীকী ছবি

চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেনের অভাবে ১০ করোনা রোগীর মৃত্যুর দায়ে সরকারি এক হাসপাতালের পরিচালককে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

স্থানীয় সময় রোববার জর্ডানের একটি আদালত এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত পরিচালকের নাম আবদেল রাজাক আল-খাসম্যান। তার সঙ্গে তার চার সহযোগীকে এ দণ্ড দেওয় হয়। হাসপাতালটি রাজধানী আম্মান থেকে ১৪ মাইল পশ্চিমে সল্ট শহরে অবস্থিত। সরকারি এই হাসপাতালটির নাম আল হোসেন আল সল্ট নিউ হসপিটাল।

গত মার্চে এই মর্মান্তিক ঘটনার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী নাজির ওবেদাত পদত্যাগ করেছিলেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ