ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ব্রিটেনে প্রবে‌‌শে কড়াকড়ি আরোপ

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২১, ০৭:২০
সংগৃহীত ছবি

করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় ব্রিটে‌নে প্রবে‌‌শে কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। যার ফলে বাংলা‌দেশসহ সব দেশ থে‌কে ব্রিটে‌নে প্রবে‌‌শের ক্ষে‌ত্রে আগ‌ামী মঙ্গলবার থে‌কে করোনা টে‌স্টের নে‌গেটিভ সা‌র্টিফিকেট প্রয়োজন হ‌বে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ব্রিটেনের হেলথ সে‌ক্রেটারি সা‌জিদ জাভিদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, ব্রিটে‌নে প্রবে‌শের ক্ষেত্রে আগামী ৭ ডিসেম্বর থেকে লিটা‌রেল ফ্লো টেস্ট বা পি‌সিআর টে‌স্টের নে‌গে‌টিভ সা‌র্টিফি‌কেট দেখা‌তে হবে।

এদিকে, ব্রিটে‌নে ক‌রোনায় আক্রান্ত ও মৃত‌্যুহার প্রতি‌দিন বাড়‌ছে। দেশটির বি‌ভিন্ন স্থানে ব্রিটিশ বাংলা‌দেশিদের ম‌ধ্যে ক‌রোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ