ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওমিক্রন নিয়ে সীমান্তে বিশেষ সতর্ক পশ্চিমবঙ্গ 

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২১, ০৭:১৯
সংগৃহীত ছবি

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

সীমান্তের ঘোজাডাঙায় চালু হয়েছে করোনা পরীক্ষাকেন্দ্র। বাংলাদেশে আসা-যাওয়া করা যাত্রী ও পণ্যবাহী ট্রাকের চালক ও খালাসিদের করোনার নমুনা সংগ্রহের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে সেখানে।

গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ থেকে পাসপোর্টে ভারতে আসা যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট করা শুরু হয়। আর রিপোর্ট আসতে যেহেতু তিন থেকে চারদিন সময় লাগবে, তাই যাত্রীদের প্রয়োজনে ট্রেস করার জন্য তাদের ফোন নম্বরসহ ঠিকানা রাখা হচ্ছে।

ইতোমধ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। নতুন এই ধরন ওমিক্রন বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই সব রাজ্যকে সর্তকর্তামূলক পদক্ষেপ নেয়ার জন্য কেন্দ্রের পক্ষ থেকে সাবধান করা হয়েছে। রাজ্যগুলোকে একগুচ্ছ নির্দেশিকাও দেয়া হয়েছে। এই সময়ে যেকোনো ধরনের গাফিলতি বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করা হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ