ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

নারীর সম্মতি ছাড়া বিয়ে নিষিদ্ধ

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২১, ০৩:২২
সংগৃহীত ছবি

মার্কিন বাহিনীর বিদায়ের মধ্যে আফগানিস্তানের ক্ষমতায় বসা তালেবান সরকার দেশটির নারীর অধিকার নিয়ে নতুন ডিক্রি জারি করল। এতে বলা হয়েছে, নারীদের সম্পত্তি হিসেবে বিবেচনা করা যাবে না এবং বিয়েতে অবশ্যই তাদের সম্মতি নিতে হবে।

শুক্রবার এ ডিক্রি জারি করা হয়েছে বলে জানিয়েছে আর্ন্তজাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

ডিক্রিতে বলা হয়েছে, ‘এক জন নারী সম্পত্তি নয়, তিনি সম্মানিত ও স্বাধীন। শান্তির বিনিময়ে বা শত্রুতা শেষ করার জন্য কেউ তাকে কাউকে অন্যের কাছে হস্তান্তর করতে পারে না।’

এতে নারীদের বিয়ে ও ব্যক্তিগত সম্পত্তি সম্পর্কেও নির্দেশনা দেয়া হয়েছে। নারীদের জোর করে বিয়ে দেয়া যাবে না এবং মৃত স্বামীর সম্পত্তি বিধবাকে বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ আগস্টে মার্কিন বাহিনীর বিদায়ের মধ্যে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান গোষ্ঠী। তবে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ