ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
ধর্ম অবমাননার অভিযোগ 

পাকিস্তানে শ্রীলঙ্কার নাগরিককে পুড়িয়ে হত্যা 

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০৭
সংগৃহীত ছবি

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে প্রকাশ্য রাস্তাতেই শ্রীলঙ্কান নাগরিককে পিটিয়ে হত্যার পর তার দেহ পুড়িয়ে দেয়া হয়।

স্থানীয় সময় শুক্রবার দেশটির শিয়ারকোট জেলায় এ ঘটনা ঘটেছে।

জেলা পুলিশ কর্মকর্তা উমার সাইদ মালিক জানিয়েছেন, ওই ব্যক্তির নাম প্রিয়ান্থা কুমারা। তিনি শিয়ালকোটের একটি কারখানার ব্যবস্থাপক ছিলেন।

এ ঘটনায় পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিন্দা জানিয়ে বলেছেন, এটি ভয়াবহ ও কারখানার নিরাপত্তার ওপর হামলা। শ্রীলঙ্কার নাগরিককে জীবন্ত পুড়িয়ে ফেলা ‘পাকিস্তানের জন্য একটি লজ্জার দিন।’

তিনি আরো বলেন, আমি তদন্ত দেখভাল করছি এবং কোনো ভুল যাতে না হয়। যারা দোষী তাদেরকে আইনে সর্বোচ্চ সাজা দেয়া হবে। গ্রেফতার প্রক্রিয়া চলছে।

এক বিবৃতি পাকিস্তানের ইন্টার সার্ভিসেসে পাবলিক রিলেশন্স জানিয়েছে, এটি ঠান্ডা মাথায় খুন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ