ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আফগানিস্তানের পাশে দাঁড়াচ্ছে ১০ দেশ

প্রকাশনার সময়: ০১ ডিসেম্বর ২০২১, ০৬:১৭ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২১, ০৬:৪৫
সংগৃহীত ছবি

গত ১৫ আগস্টে মার্কিন বাহিনীর বিদায়ের মধ্যে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান গোষ্ঠী। তবে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির অর্থনীতি দিনকে দিন নাজুক হচ্ছে। দেখা দিয়েছে খাদ্য সংকট, বেড়েছে পণ্যের দাম, সরকারি কর্মকর্তা-কর্মচারিরা পাচ্ছেন না বেতন। এই পরিস্থিতির দায় আগের সরকারের উপর চাপিয়েছেন তালেবান সরকারের নিযুক্ত প্রধানমন্ত্রী মোল্লাহ মোহাম্মদ হাসান আখুন্দ।

এদিকে অর্থনীতি ভেঙ্গে পড়া যুদ্ধবিধ্বস্ত দেশটিকে সহায়তা করতে ঐকমত্যে পৌঁছেছেন এশিয়ার বিভিন্ন দেশের নেতারা। সম্প্রতি তুর্কমেনিস্তানে অনুষ্ঠিত এক সম্মেলন থেকে তারা সিদ্ধান্ত নেন, আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা হবে। পাশাপাশি দেশটিকে যথাযথ উপায়ে সহায়তা করতেও সম্মত হন তারা। খবর এপি

১০ দেশের অর্থনৈতিক সহযোগিতার জোট ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ইসিও) সম্মেলন থেকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

জোটের সদস্য দেশগুলো হলো আজারবাইজান, ইরান, কাজাখস্তান, কিরগিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, তুরস্ক, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও আফগানিস্তান।

সম্মেলনে এ অঞ্চল থেকে বিভিন্ন বাণিজ্যিক বাধা অপসারণ ও নতুন নতুন পরিবহন করিডোর সৃষ্টির আহ্বান জানানো হয়। এসব দেশের নেতারা আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেই সঙ্গে দেশটির পরিস্থিতি স্থিতিশীল করতে যথাযথ পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ