ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওমিক্রন নিয়ে নতুন তথ্য প্রকাশ

প্রকাশনার সময়: ০১ ডিসেম্বর ২০২১, ০০:৪৯
সংগৃহীত ছবি

ওমিক্রন নামে করোনাভাইরাসের উদ্বেগজনক নতুন ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকার আগেই ইউরোপের দেশ নেদারল্যান্ডসে শনাক্ত হয়েছিল। মঙ্গলবার ডাচ স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

ডাচ ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ (আরআইভিএম) বলছে, গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে আসা ফ্লাইটের আগেই দেশটিতে কোভিডের এই স্ট্রেইন শনাক্ত হয়েছে।

তাদের বক্তব্য অনুসারে, গত ২৬ নভেম্বর আমস্টারডামের শিফল বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং কেপটাউন থেকে দুইটি ফ্লাইট অবতরণ করে। ওই দুই ফ্লাইটের অন্তত ১৪ জনের ওমিক্রন শনাক্ত হয়।

তবে এর আগে গত ১৯ এবং ২৩ নভেম্বর সংগৃহীত দুই নমুনাতেও কোভিডের একই ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। অবশ্য ওই দুই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন কি না সেটি নিশ্চিতভাবে জানা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। ডব্লিউএইচও করোনার এই ধরনকে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে।

এদিকে, নেদারল্যান্ডস বর্তমানে রেকর্ড পরিমাণ করোনাভাইরাস সংক্রমের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।

সূত্র: সিবিসি, রয়টার্স ও আল জাজিরা

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ