ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় দ.আফ্রিকা

প্রকাশনার সময়: ২৯ নভেম্বর ২০২১, ১১:০২

করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে দক্ষিণ আফ্রিকা তার প্রতিবেশী কয়েকটি দেশের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের অনেকগুলো দেশ যে নিষেধাজ্ঞা জারি করেছে, তা অবিলম্বে প্রত্যাহারের দাবি তুলেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কাইরিল রামাফোসা।

রোববার (২৮ নভেম্বর) এক বক্তৃতায় ওমিক্রন ইস্যুতে আফ্রিকা থেকে বিভিন্ন দেশে ভ্রমণের ব্যাপারে আরোপিত নিষেধাজ্ঞাকে হতাশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন তিনি।

এর আগে, বুধবার দক্ষিণ আফ্রিকা থেকে করোনার উদ্বেগজনক ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জানানো হয়েছিল। তারপর ব্রিটেন, নেদারল্যান্ডস, হংকং, ইসরাইল, জার্মানি, ইতালি এবং অস্ট্রেলিয়ায় এই ভ্যারিয়েন্ট পাওয়ার কথা জানা গেছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, ভ্রম নিষেধাজ্ঞা আরোপের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এক্ষেত্রে, আফ্রিকা নোংরা পক্ষপাতের শিকার।

সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি উদার্ত আহ্বান জানিয়ে রামফোসা বলেন, আফ্রিকার অর্থনীতি ধ্বংসের মুখে। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে যত দ্রুত সম্ভব ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন।

সয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ