ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

প্রসবব্যথা, সাইকেল চালিয়ে হাসপাতালে গেলেন এমপি 

প্রকাশনার সময়: ২৯ নভেম্বর ২০২১, ০৪:২৩
সংগৃহীত ছবি

সন্তান জন্ম দিতে হাসপাতালে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন নিউজিল্যান্ডের গ্রিন পার্টির নেতা ও সংসদ সদস্য জুলি অ্যান জেন্টার।

স্থানীয় সময় শনিবার রাতে শরীর খানিকটা খারাপ বোধ করায় সাইকেল চালিয়ে হাসপাতালে রওনা করেন তিনি। পথেই তার প্রসবযন্ত্রণা শুরু হয়ে যায়। ওভাবেই সাইকেল চালিয়ে হাসপাতালে পৌঁছান জেন্টার। সেখানে এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে পৌঁছানোর এক ঘণ্টা পর তিনি কন্যা সন্তানের জন্ম দেন। সেখানে তিনি লেখেন, বড় খবর! আজ ভোর রাত ৩টা ৪ মিনিটে আমরা আমাদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাই। আমি সত্যিকার অর্থে প্রসব বেদনার সময় সাইকেল চালানোর পরিকল্পনা করিনি, তবে এটি ঘটেছিল।

এর আগেও ২০১৮ সালে প্রথম সন্তান জন্মের সময়ও তিনি বাইসাইকেল চালিয়ে হাসপাতালে গিয়েছিলেন এবং সন্তানের জন্ম দিয়েছিলেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ