ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

নেদারল্যান্ডসে একদিনেই মিললো ১৩ ওমিক্রন রোগী

প্রকাশনার সময়: ২৮ নভেম্বর ২০২১, ২১:২৬

বিশ্বে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। রবিবার (২৮ নভেম্বর) শুধু নেদারল্যান্ডসেই এই ধরনে আক্রান্ত ১৩ জন রোগী পাওয়া গেছে। দুজন করে রোগী শনাক্ত হয়েছে ডেনমার্ক এবং অস্ট্রেলিয়ায়। এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষ ঘোষণা করেছে, দক্ষিণ আফ্রিকা থেকে দুইটি ফ্লাইটে আসা যাত্রীদের মধ্যে ওমিক্রনে আক্রান্ত ১৩ রোগী পাওয়া গেছে। বিমানগুলো গত শুক্রবার আমস্টারডামে পৌঁছেছে।

দক্ষিণ আফ্রিকায় প্রথম আবিষ্কৃত এই ভ্যারিয়েন্টটি এখন ব্রিটেন, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম, বতসোয়ানা, ইসরায়েল, অস্ট্রেলিয়া এবং হংকং এ শনাক্ত করা হয়েছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ