ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

চেকপোস্টে চিকিৎসককে গুলি করে হত্যা 

প্রকাশনার সময়: ২৮ নভেম্বর ২০২১, ০৩:৩৭
সংগৃহীত ছবি

চেকপোস্টে না থামায় এক চিকিৎসককে গুলি করে হত্যা করেছে তালেবান সদস্যরা। গতকাল শুক্রবার হেরাত প্রদেশে এই ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

নিহতের স্বজনের বরাত স্থানীয় সংবাদমাধ্যম খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, নিহত ওই চিকিৎসকের নাম আমরুদ্দিন নুরি (৩৩)। হেরাত শহরের একটি চেকপোস্টে না থামায় তাকে গুলি করা হয়।

সূত্র জানায়, নুরির একটি একটি প্রাইভেট মেডিকেলে চালাত। তিনি সম্প্রতি বিয়ে করেছিলেন।

যদিও কর্তৃপক্ষ তালেবানের গুলিতে ওই চিকিৎসকের নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেনি। তাদের দাবি তারা এ ধরনের কোনো ঘটনার ব্যাপারে জানেন না।

উল্লেখ্য, গত ১৫ আগস্টে মার্কিন বাহিনীর বিদায়ের মধ্যে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান গোষ্ঠী। তবে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ