ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তেলের দাম বাড়ায় মোটরসাইকেল বেচে কিনলেন ঘোড়া

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২১, ২২:২৭ | আপডেট: ২৬ নভেম্বর ২০২১, ২২:৩৬

জ্বালানি তেলের দাম বার বার বেরে যাওয়ায় ব্যয় সংকুলান করতে না পেরে শখের মোটরসাইকেলটি বেঁচে বাড়িতে ঘোড়া নিয়ে ফিরেছেন এক যুবক।

ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার। চুঁচুড়ার বাসিন্দা অলোক কুমার তার মোটরসাইকেল বিক্রি করে দুই জোড়া ঘোড়া কিনেছেন।

আনন্দবাজার জানিয়েছে, ভারত সরকার পেট্রোল-ডিজেলের শুল্কে ছাড় দিলেও ভ্যাট কমায়নি। তাই জ্বালানি তেলের খরচ বাঁচানোর পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে বাঁচানোরও বার্তা দিয়ে ঘোড়া কিনেছেন ওই যুবক।

জানা যায়, আট বছর সৌদি আরব ছিলেন অলোক। গত বছর দেশে ফেরেন। সৌদিতে থাকার সময়ই ঘোড়ায় চড়া শেখেন। আর সেটাই কাজে লাগালেন তিনি।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ