ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

গাদ্দাফিপুত্র লিবিয়ার প্রেসিডেন্ট হতে পারছেন না

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২১, ০৯:১৬

লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারছেন না দেশটির প্রয়াত একনায়ক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি (৪৯)।

প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে তার মনোনয়নপত্র বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন। বুধবার কমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

আগামী ২৪ ডিসেম্বর লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গাদ্দাফি যুগের অবসানের পর লিবিয়াজুড়ে যে সংঘাত চলছে, এই নির্বাচনকে সেই সংঘাত থামানোর মাধ্যম মনে করা হচ্ছে।

গত ১৪ নভেম্বর সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সাইফের পাশাপাশি আরও ২৪ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

আইন অনুযায়ী অযোগ্য ঘোষিত প্রার্থীরা তাদের প্রার্থিতার বিষয়ে আদালতে আপিল করতে পারবেন। আলজাজিরা।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ