ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ভূ-কম্পনের উৎপত্তি মিয়ানমারে

অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২১, ০৮:৪০

বাংলাদেশের পাশাপাশি শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায়ও। ভোর ৫টা ১৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয় বলে জানা গেছে।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূমিকম্পন অনুভূত হয় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন এলাকায়। এটি মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

ভারতের মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে ও ১২ কিমি গভীর থেকে ভূ-কম্পন অনুভূত হয় কলকাতা শহর পর্যন্ত। এছাড়া আসাম ও ত্রিপুরাতেও ভূ-কম্পন অনুভূত হয়েছে।

তবে ভূমিকম্পে এখনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ