ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বিয়ের গানের শব্দে ৬৩ মুরগির মৃত্যু, থানায় মামলা 

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২১, ০৪:৫২
সংগৃহীত ছবি

মূলত বিয়ে অনুষ্ঠানে উচ্চ-শব্দে গান বাজনার সঙ্গে নাচ ও হৈ হুল্লোর বেশিই দেখা যায়। তবে এবার বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোর ফলে প্রতিবেশী এক খামারির ৬৩টি মুরগি মারা গেছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনা ভারতের নীলাগিরি থানার কান্দাগারাডি গ্রামে।

খামারের মালিক রঞ্জিত কুমারের অভিযোগ, কান ছিঁড়ে যাওয়ার মতো শব্দে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছিল বিয়ের অনুষ্ঠানে। যার ফলে শব্দ সহ্য করতে না পেরে তার খামারে থাকা ৬৩টি মুরগি মারা যায়।

তিনি আরো বলেন, উচ্চমাত্রার শব্দে মুরগিগুলো ভয় পাচ্ছিল দেখে আমি সেখানকার লোকজনকে বলেছিলাম ভলিউম কমাতে। কিন্তু তারা শোনেনি উল্টো বরের বন্ধুরা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে।

এ বিষয়ে একজন ভেটেরিনারি চিকিৎসকের বরাত দিয়ে রঞ্জিত কুমার আরও বলেন, মুরগিগুলো হার্ট অ্যাটাকে মারা গেছে। বিয়েবাড়ির লোকজনের কাছে এর ক্ষতিপূরণ চাইলে অস্বীকৃতি জানায় তারা।

এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন মুরগির খামারের মালিক রঞ্জিত কুমার। বালেশ্বরের পুলিশ সুপার সুধাংশু মিশ্র বলেন, নীলাগিরি থানায় এমন একটি অভিযোগ জমা পড়েছে বলে তিনি শুনেছেন। অভিযোগ খতিয়ে দেখার পর দুই পক্ষকে ডেকে বিষয়টি মিটমাট করা হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ