ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

সংসদে সন্তান নিয়ে আসায় এমপিকে চিঠি

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২১, ০৩:৩০
সংগৃহীত ছবি

ব্রিটিশ পার্লামেন্টে স্টেলা ক্রিসি নামের একজন সংসদ সদস্য অধিবেশন চলাকালীন অবস্থায় তার দুধের শিশুকে নিয়ে অধিবেশনে অংশগ্রহণ করেন। কিন্তু এই ঘটনায় তিনি প্রসংশিত না হয়ে বরং উল্টো চিঠি পয়েছেন ভবিষ্যতে শিশু সন্তানকে নিয়ে অধিবেশনে প্রবেশ না করার জন্য। সেই বিষয়টি তুলে ধরে টুইট করেছে স্টেলা এবং প্রশ্ন তুলেছেন মায়েদের অধিকার নিয়ে।

স্টেলা ক্রিসির টুইটে ইতিমধ্যে নেট দুনিয়ায় ঝড় উঠেছে। টুইটে তিনি জানিয়েছে, ওয়েস্টমিনস্টার হলে একটি বিতর্ক সভায় মঙ্গলবার গিয়েছিলেন তিনি। সেখানে তার কোলে ছিল তিন মাসের ছোট শিশু সন্তান। ছোট শিশু সন্তান শুধুমাত্র মায়ের দুধ পান করেন। তাই সন্তানকে নিয়েই উপস্থিত হয়েছিলেন তিনি। তবে সভায় থাকাকালীন এক মুহুর্তের জন্যও কাঁদেনি শিশুটি, বরং সারা সময় ধরে ছিল ঘুমিয়ে।

সভায় স্টেলাকে কিছু না বলা হলেও, দিন শেষে পার্লামেন্ট চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব তাকে ই-মেইল পাঠায়। সেখানে তাকে জানানো হয়, সেপ্টেম্বরে হাউসের সংশোধিত নিয়ম অনুসারে পার্লামেন্টে শিশু নিয়ে প্রবেশ করা যাবে না কিংবা বসা যাবে না। যা ৪২ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা রয়েছে। ঠিক একই নিয়ম ওয়েস্টমিনস্টার হলের কোন বিতর্ক সভার ক্ষেত্রেও প্রযোজ্য।

এই মেইল পাওয়ার পর এমপি স্টেলা বলেন, ‘এই চিঠি আমার কাছে সবচেয়ে বড় সংবাদ। জেনে খুশি হলাম যে এখানে একজন এমপিকে কথা বলতে বাধা দেওয়াই নিয়ম’। তিনি আরও জানান, এর আগেও তিনি কন্যা সন্তান নিয়ে যোগ দিয়েছিলেন সভায়। কিন্তু কখনও তাকে নিয়ম ভাঙার অভিযোগের সম্মুখীন হতে হয়নি।

স্টেলা ক্রিসির মতে এই ধরনের নিয়ম কর্মরত মায়েদের জন্য প্রতি পদে বাধা তৈরি করবে। এমন ঘটনায় হাউসের স্পিকার স্যার লিন্ডেস হয়েল তদন্তের নির্দেশ দিয়েছেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ