ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বিমানের বাথরুমে যাত্রীর আত্মহত্যা

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২১, ০৩:০২
ফাইল ছবি

মাঝ আকাশে বিমানের মধ্যেই আত্মহত্যা করেছেন এক যাত্রী। তিনি মিশর থেকে রাশিয়াগামী একটি ফ্লাইটে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে তিনি বিমানের শৌচাগারে আত্মহত্যা করেছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, মিশরের শার্ম এল-শেখ রিসোর্ট থেকে যাত্রা করা এস৭ এয়ারলাইন্সের ফ্লাইটে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সামারা শহরে ফিরছিলেন ওই যাত্রী। ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পর শৌচাগারে যান। বিমানের এক ফ্লাইট পরিচালক তাকে বিমানের বাথরুমে অচেতন অবস্থায় পান।

তখন বিমানটিকে মিশরের রাজধানী কায়রোতে জরুরি অবতরণ করাতে বাধ্য হয়। চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। একই বিমানে করে তার মরদেহ ফেরত পাঠানো হয়।

৪৮ বছর বয়সী ওই যাত্রীর নাম আলেক্সেন্ডার। আত্মহত্যার কারণ জানা না গেলেও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সূত্র: দ্য মস্কো টাইমস

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ