সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে পশুপালকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩৫ জনের প্রাণহানি হয়েছে। এসময় এক হাজার বাড়ি-ঘরে আগুন জ্বালিয়ে দেয়া হয়। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সুদান ও তার প্রতিবেশী দেশ শাদের সীমান্তবর্তী জেবেল মুন পার্বত্য এলাকায় আরব জাতিভুক্ত পশুপালক ও সুদানের স্থানীয় জনগোষ্ঠীভুক্ত পশুপালকের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ওই এলাকার ১৬ টি গ্রাম ইতোমধ্যে জ্বালিয়ে দেয়া হয়েছে। ফলে বর্তমানে পশ্চিম দারফুরের জেবেল মুন পার্বত্য এলাকার হাজার হাজার মানুষ আক্ষরিক অর্থেই খোলা আকাশের নিচে রাতদিন কাটাচ্ছেন।
পশ্চিম দারফুরের গভর্নর খামিস আবদাল্লাহ বলেন, উট লুটপাটের একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পশুপালক ও আরব পশুপালকের মধ্যে বিরোধ দেখা দেয় এবং খুব অল্প সময়ের মধ্যেই দুপক্ষের সশস্ত্র যুদ্ধে রূপ নেয় সেই বিরোধ।
সংঘাতের তীব্রতা থেকে বাঁচতে কিছু গ্রামবাসী ইতোমধ্যে সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশ শাদে আশ্রয় নিয়েছেন। তবে আবদাল্লাহ জানিয়েছেন, জেবেল মুন পার্বত্য এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে সেনাবাহিনী পাঠানো হয়েছে এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি অনেকটাই শান্ত।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ