ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

গাঁজার ক্রিম, তালেবানের সঙ্গে সিফার্মের চুক্তি

প্রকাশনার সময়: ২৫ নভেম্বর ২০২১, ০৭:১৫

অস্ট্রেলিয়ার ফার্মাসিটিক্যাল কোম্পানি সিফার্ম আফগানিস্তানে গাঁজা প্রক্রিয়াকরণ সেন্টার খুলতে চায়। এ লক্ষ্যে তারা তালেবান সরকারের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের এক চুক্তি স্বাক্ষর করেছে।

তালেবানের একজন মুখপাত্র এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছেন।

তালেবানের গণমাধ্যম বিষয়ক পরিচালক কারি সাইদ খোস্তি বলেন, একটি চুক্তি স্বাক্ষর হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই প্রজেক্টটি শুরু হবে। আফগানিস্তানের সংবাদসংস্থা পাঝক জানিয়েছে, সিফার্মের প্রতিনিধি দেশটিতে গাঁজা প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের জন্য ৪৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।

খোস্তি জানায়, সিফার্ম ওষুধ হিসেবে ব্যবহারের জন্য গাঁজার ক্রিম তৈরি করবে। এ জন্য তারা আফগানিস্তানের হাজার হাজার একর জমিতে গাঁজার চাষ করবে।

গত আগস্টে ক্ষমতায় আসার পর গাঁজা চাষিদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে। এ সময় কান্দাহারের তালেবান গভর্নর ইউসেফ ওয়াফা বলেন, আফগানিস্তানের গাঁজা অথবা আফিমের চাষ করতে দেয়া হবে না।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ