ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

কোভিডের ভ্যাকসিন নিলে মদে ডিসকাউন্ট

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২১, ০৬:৪০
সংগৃহীত ছবি

কোভিডের দুই ডোজ ভ্যাকসিন নেয়ার প্রমাণপত্র দেখালেই মদ কেনায় ১০ শতাংশ ছাড় দিচ্ছে ভারতের মধ্যপ্রদেশের তিনটি মদের দোকান। যা আজ থেকেই কার্যকর হচ্ছে।

সংবাদ সংস্থা এএনআই জানায়, বুধবার থেকে কোভিডের ভ্যাকসিনের সবকটি ডোজ নেয়ার প্রশংসাপত্র দেখালে মান্দসৌর শহরের তিনটি দোকান ১০ শতাংশ ছাড় দেবে। জেলা প্রশাসনের আশা, এ উদ্যোগের ফলে মদ্যপানকারীদের মধ্যে ভ্যাকসিন নেয়ার প্রবণতা বাড়বে।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের একাধিক রাজ্যে মদের দাম কমানো হয়েছে। পশ্চিমবঙ্গে মদের নতুন দাম কার্যকর হওয়ার কেটে গেছে এক সপ্তাহ। তা নিয়ে রাজনৈতিক মহলে চলে নানা আলোচনা। যদিও এ সিদ্ধান্তে মহা-খুশি মদ্যপ্রেমীরা।

রাজ্য সরকারের কর্মকর্তারা বলছেন, এতদিন বিভিন্ন প্রতিবেশী রাজ্যগুলোতে দাম কম হওয়ায় সেখানে থেকে পশ্চিমবঙ্গে বেআইনিভাবে মদ আনা হতো। এবার মদের দাম কমে যাওয়ায় সেই পাচার বন্ধ হবে। তাতে লাভ হবে রাজ্যের। তথ্য সূত্র: হিন্দুস্তান টাইমস

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ