শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে ত্রিঙ্কোমালি জেলার কিন্নিয়ার কুরিঞ্চঙ্কারনি সেতুর কাছে ২০ জন আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এতে শিশুসহ অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।
পুলিশের বরাত দিয়ে কলম্বো গেজেট জানায়, ত্রিঙ্কোমালি জেলার কিন্নিয়ার কুরিঞ্চঙ্কারনি সেতুর কাছে ফেরিটি ডুবে যায়। এতে অন্তত ১১ জন আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানা গেছে, চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নৌবাহিনীর বরাত দিয়ে কলম্বো পেজ জানিয়েছে, শ্রীলঙ্কার নৌবাহিনী ডুবে যাওয়া ফেরি থেকে কয়েক জনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে তিনজন স্কুল শিশুও রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করার জন্য অভিযান শুরু করেছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে র্যাপিড অ্যাকশন বোট স্কোয়াড্রন (আরএবিএস), স্পেশাল বোট স্কোয়াড্রন (এসবিএস) এবং ডুবুরি দল মোতায়েন করা হয়েছে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ